রাজবাড়ীতে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ উপলক্ষে র‍্যালী


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৫ মার্চ ২০১৫

রাজবাড়ীতে মহান মুক্তিযুদ্ধে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধাবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গন থেকে শহরে একটি বর্নাঢ্য র্যালী বের হয় ।র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে পুলিশ লাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার তাপতুন নাসরীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী প্রমূখ। এছাড়া জেলার প্রতিটি উপজেলার ওসিসহ সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।