‘২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় নেতৃত্ব দেবে বাংলাদেশ’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় নেতৃত্ব দেবে। বুধবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার পার্ক প্লাজা হোটেলে ওয়ার্ল্ড এডুকেশন ফোরামের মন্ত্রী পর্যায়ের সাত দিনব্যাপী সম্মলনের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নতির লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী কারিগরি খাত ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা ভোগ করছে। আমরা যুবসমাজের সবাইকে যোগ্যতা মতো শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ায় এ দক্ষ জনবলই হবে মূলশক্তি। তিনি এ কাজে উন্নত বিশ্বের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
ফোরামের আলোচনায় বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব শক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সম্প্রসারণের বিষয়ে সুপারিশ তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী সম্মেলনে আগত ই-৯ গ্রুপের সদস্য দেশ মিসর, নাইজেরিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশের শিক্ষামন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিনি আগামী ৫-৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ই-৯ গ্রুপের শিক্ষামন্ত্রীদের সম্মেলন বিষয়ে আলোচনা করেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এমএইচএম/এএইচ/আরআইপি