সার্চ কমিটির প্রজ্ঞাপন জারির কাজ চলছে


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটি গঠনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এরপর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে পরামর্শ করার জন্য আইন মন্ত্রণালয়ে যান। সেখান থেকে বিকেল ৪টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফেরেন।

এ সময় সাংবাদিকরা সার্চ কমিটির প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কাজ করছি। এখন প্রধানমন্ত্রীর নিকট ফাইল পাঠাতে হবে। তারপর অনুমোদন পেলে সেটি আবার রাষ্ট্রপতির নিকট পাঠাতে হবে। এখনও অনেক কাজ বাকি। দেখা যাক আজকে প্রজ্ঞাপন জারি করা না গেলে আগামীকাল তা জারি হবে।’

সুত্র জানায়, বুধবার সার্চ কমিটি গঠনের বিষয়ে তালিকা সম্বলিত একটি চিঠি রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে এটি যায় প্রধানমন্ত্রীর দফতরে। কিন্তু তালিকায় কিছু ঝামেলা থাকায় পরে সেটি পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে ফেরত আসে। এখন আবার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াহাব বলেন, আমরা সার্চ কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতি কর্তৃক পাঠানো সারসংক্ষেপ পেয়েছি। এখন প্রজ্ঞাপন জারির কাজ চলছে। দেখা যাক আজকে ৩টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা যায় কিনা?

জানা গেছে, নতুন নির্বাচন কমিশন (ইসি) সদস্যদের বাছাইয়ের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। এছাড়া কমিটিতে হাইকোর্টের একজন বিচারপতি থাকবেন বলে জানা গেছে। তবে তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কমিটির সদস্য হিসেবে অন্য যে চারজনের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিন আখতার।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ৬ সদস্যের নাম পাঠানো হয়েছে। যদিও বর্তমান নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্য সংখ্যা ছিল ৪ জন। নির্বাচন কমিশন গঠনে দ্বিতীয়বারের মতো সার্চ কমিটি গঠন করা হচ্ছে।প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করা হবে।

একজন কমিশনার (মো. শাহ নেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি) বাদে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য তিন নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।

এমইউএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।