এক্সরে রিপোর্টে ধরা পড়লো যাত্রীর পেটে ১০টি স্বর্ণের বার
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফজলুল হক নামে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। ওই যাত্রীর পেট থেকে বারগুলো উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে তিনি ঢাকা আসেন। ক্ষুদে বার্তায় কাস্টমস জানায়, ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। তবে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
রাতভর জিজ্ঞাসাবাদের পর সকালে এক্সরে করার সিদ্ধান্ত নেন কাস্টমস কর্মকর্তারা। এক্সরে রিপোর্টেই ধরা পড়ে পেটের ভেতর ১০টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি। বাজার মূল্য ৫০ লাখ টাকা।
এআর/এমআরএম/এমএস