আবারো সাংবাদিকদের সমালোচনায় সমাজকল্যাণমন্ত্রী


প্রকাশিত: ০৪:০৫ এএম, ১৮ আগস্ট ২০১৪

মৌলভীবাজারে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আবারও সাংবাদিকদের নিয়ে সমালোচনা করলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

গত ১০ আগস্ট সিলেটে সাংবাদিকদের নিয়ে মন্ত্রীর নিন্দনীয় কথাবার্তা ও হবিগঞ্জের নবীগঞ্জের ঘটনা নিয়ে সাংবাদিকদের সংবাদ লেখার প্রসঙ্গ টেনে বলেন, ‘যারা আমার (ছাপার অযোগ্য) বাঁশ ঢুকাতে চায় আমি চাইলে যেকোনো বাঁশে তাদের খাড়া করে দিতে পারি। কিন্তু আমি তা করব না।’

মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রবিবার বেলা ৩টার দিকে মন্ত্রী এ সব কথা বলেন। মন্ত্রী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

মন্ত্রীদের কার্যকলাপ নিয়ে পত্রপত্রিকায় লেখার বিষয়েও সাংবাদিকদের সতর্ক করেন মহসিন আলী। পাশাপাশি তিনি দেশ ও জাতির উন্নতি নিয়ে লেখার আহ্বান জানান।

‘দুই হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল অথচ অর্থমন্ত্রী কিছু বলেন না’ এ শিরোনামে সাংবাদিকদের সংবাদ ছাপার সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময় অর্থমন্ত্রীর অনেক বক্তব্যকে সাংবাদিকরা অতিরঞ্জিত করে পত্রপত্রিকায় লিখে অর্থমন্ত্রীকে ইনসাল্ট (অপমান) করেছেন। তাই আমি এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক করে দিচ্ছি।’

সিলেটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘সব সাংবাদিক মানদণ্ডে সমান নয়। অনেকেই পত্রিকার লাইসেন্স পেয়েছেন, কিন্তু লেখার যে শক্তি প্রয়োজন সেটা তাদের নেই।’

মন্ত্রী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে উদ্দেশ করে বলেন, ‘অতীতে অনেক কিছু হয়েছে। সে সবে যেতে চাই না। আসুন সকলে মিলে এক সঙ্গে রাজনীতি করি। দূরে থেকে জনগণের জন্য রাজনীতি হবে না। সকলকে ৩৬, শ্রীমঙ্গল রোডের বাসায় যেতে হবে (মন্ত্রীর বাসায়)।’

সমালোচকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যারা আমার বিরুদ্ধে কারণে-অকারণে সমালোচনা করেন তাদের বিরুদ্ধে মৌলভীবাজারবাসী মিছিল করলে সেই মিছিলের লাইন সিলেট চলে যাবে। এটা হবে বিপ্লবী মিছিল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।