যাত্রাবাড়ীতে জোড়া খুনের ঘটনায় ১ জন আটক


প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৪ মার্চ ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ীতে মঙ্গলবার সন্ধ্যায় জোড়া খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ৯ টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ শাহজাহানপুর রেলওয়ে কলোনি থেকে সাঈদ হাওলাদার নামের ওই ব্যক্তিকে আটক করে। শাহজাহানপুর থানার উপপরিদর্শক রাশিদুল আলম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তর যাত্রাবাড়ীর ৫৬ নম্বর বাসার ৩য় তলা থেকে গৃহকর্ত্রী রওশন আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনা আক্তার (১২)এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রওশন আরা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী। তাদের ৩ ছেলে ২ মেয়ের সবাই দেশের বাইরে থাকেন।

রওশন আরা ও কল্পনা আক্তারকে শুরুতে কুপিয়ে এবং পরে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক পরিমল চন্দ্র।

লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। র‍্যাব, পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। এই জোড়া খুনের নেপথ্যের কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।