রাজধানীর মশা নিধনে বরাদ্দ ৩৮ কোটি টাকা


প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মশা নিধনে চলতি অর্থবছর ৩৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে ভোলা-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

মন্ত্রী জানান, চলতি (২০১৬-১৭) অর্থবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধনে ২৬ কোটি ২৫ লাখ টাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।