পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় এ পণ্য পরিবহন ধর্মঘট ডাকা হয়। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) থেকে এসব জেলায় পণ্য পরিবহন ধর্মঘট চলেছিল।

সংবাদ সম্মেলনে শাহজাহান খান বলেন, ট্রাকে অতিরিক্ত বাম্পার থাকবে না, তবে অরিজিনাল বাম্পার থাকবে। ওভারলোড করা যাবে না। একটি কমিটিন গঠিত হবে। জেলা পর্যায়ের হাইওয়েতে ট্রাক টার্মিনাল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাজারবাগে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বলেন, অতিরিক্ত মাল পরিবহন করলে জরিমানা দিতেই হবে। তবে পথে পথে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।