এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক মতবিনিময়


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৪ মার্চ ২০১৫

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে উচ্চশিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ।

অনুষ্ঠানের সভাপতি তার সুচনা বক্তব্যে গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শিক্ষা কার্যক্রম ও বিশেষায়িত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করেন। আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তুষ্টি জ্ঞাপন করে চাঁপাইনবাবগঞ্জে উচ্চশিক্ষা প্রসারের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সার্র্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমানসহ অন্যান্যরা।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।