ব্যাংক এশিয়ার নতুন স্বতন্ত্র পরিচালক


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৪ মার্চ ২০১৫

দেশ বরেণ্য ব্যাংকার মো. নজরুল হুদা এবং এম. শাহজাহান ভূঁইয়াকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্প্রতি তাদের এ পদে নিয়োগ দেন।

নজরুল হুদা বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর। তিনি বাংলাদেশ ব্যাংকে সুদীর্ঘ ৩৫ বৎসর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড (অষ্ট্রেলিয়া) থেকে অর্থনীতিতে মাষ্টার্স সম্পন্ন করেন। অর্থনীতি এবং ব্যাংকিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তার অনেক প্রকাশনা রয়েছে।

এম. শাহজাহান ভূঁইয়া প্রাইম ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ অর্জনের পর দুই বছর ফরিদপুর কলেজে অধ্যাপনা করেন। ভূঁইয়া ১৯৭০ সালে তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের অফিসিয়ালস ট্রেনিং স্কিমের আওতায় ব্যাংকিং পেশায় তার কর্মজীবন শুরু করেন।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।