নূর হোসেনের সহযোগী রহম আলী ৭ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৪ মার্চ ২০১৫

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে আটকের পর রাতেই আলোচিত ৭ খুন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে পুলিশ।

এর আগে গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমারসহ ৭ জনকে অপহরণ করা হয়।

এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন ও পরের দিন আরো একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে নূর হোসেনকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।