২৬ জানুয়ারির হরতাল সমর্থনে নাগরিক মানববন্ধন


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা ২৬ জানুয়ারির অর্ধদিবস হরতালের সমর্থন জানিয়ে ‘নাগরিক মানববন্ধন’ করেছে গণ ঐক্য পার্টি। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ সমর্থন জানানো হয়।

বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, তাই সুন্দরবন রক্ষা আমাদের সবার জাতীয় কর্তব্য। এ কর্তব্যকে সামনে রেখে সুন্দরবন রক্ষায় সর্বজনের আন্দোলনে শরীক হওয়ার আহ্বানে ২৬ জানুয়ারির (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি।

তারা আরও বলেন, সুন্দরবন আমাদের মা। আর মা’কে রক্ষা করার জন্য দলমত নির্বিশেষে নিজ উদ্যোগেই অর্ধদিবস হরতাল সফল করতে হবে। যারা বার বার সুন্দরবনকে ধ্বংসের পাঁয়তারা করছে তারা মূলত সুন্দরবনকে নয়, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

মানববন্ধনে বলা হয়, ভারতের এনটিপিসিসহ দেশি-বিদেশি লুটেরাদের সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সব বাণিজ্যিক অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও রুখে দাঁড়াতে হবে।

মানববন্ধনে গণ ঐক্যের সভাপতি মো. আরমান হোসেন পলাশ সভাপতিত্ব করেন। এছাড়া মানববন্ধনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, সংগঠনের নেতা মো. সাইফুল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।