হজের প্রাক-নিবন্ধন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হজের প্রাক-নিবন্ধনের সঠিক পদ্ধতি ও কৌশল বিষয়ক প্রশিক্ষণ শেষে হয়েছে গতকাল রোববার। রাজধানীসহ সারাদেশে এক হাজারেরও বেশি হজ এজেন্সির মালিক ও প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ঢাকা হজ অফিস, চট্টগ্রাম ও সিলেট হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে মোট এক হাজার ৮১টি হজ এজেন্সির এক হাজার ৮১ জন মালিক ও প্রতিনিধিকে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লিমিটেডের মো. সিরাজুল ইসলাম, কবীর আল-মামুন, এনামুল হক ও মজনু মিয়া লিপু।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
এমইউ/এআরএস/এমএস