বাংলাদেশে স্কুল খুলছে ভারতের ইন্ডাস গ্রুপ


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৩ মার্চ ২০১৫

শিক্ষা খাতে অবদান রাখা শীর্ষস্থানীয় ভারতীয় প্রতিষ্ঠান ইন্ডাস গ্রুপ অব ইনস্টিটিউশন বাংলাদেশে একটি স্কুল চালু করবে। ২০১৭ সাল নাগাদ ঢাকায় যাত্রা করবে ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল। গতকাল সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কার্যক্রম চালুর এ ঘোষণা দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) অর্জুন রয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল বেঙ্গালুরুর অধ্যক্ষ সুরজিনি রাও, ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল হায়দরাবাদের অধ্যক্ষ রমেশ মোগল ও ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে বর্তমানে ভারতে অধ্যয়নরত ইন্ডাসের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিইও অর্জুন রয় বলেন, ঢাকার স্কুল পরিচালিত হবে আন্তর্জাতিক কারিকুলামে। সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ থাকবে এখানে। শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রও থাকবে। সাধারণ একাডেমিক শিক্ষার বাইরে আন্তর্জাতিক কারিকুলামের শিক্ষায় বিশ্বাস করে ইন্ডাস, যেখানে মূল ভিশন নেতৃত্ব তৈরি করা। শিক্ষার্থীর নিজের ভেতর সুপ্ত থাকা সম্ভাবনা বিকাশের উদ্দেশ্যে শিক্ষা দিয়ে থাকে ইন্ডাস। নিজের সম্ভাবনার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে অন্যের মধ্যে থাকা সম্ভাবনাকেও জাগিয়ে তুলবে নেতৃত্বের গুণে।

ভারতের হায়দরাবাদ, বেঙ্গালুরু ও পুনেতে তিনটি ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে ইন্ডাস গ্রুপের। ২০০৩ সালে যাত্রা করে এ প্রতিষ্ঠান। গত ১১ বছরে ভারতের শীর্ষ ১০টি স্কুলের মধ্যে তিনটিই ইন্ডাসের। এছাড়া সাতটি প্রি-শিক্ষা কেন্দ্র, দুটি লিডারশিপ স্কুল রয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।