জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেইমান হলেন খন্দকার মোশতাক। বিশ্বাসঘাতকতা করে মীর জাফর যেমন তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি ঠিক তেমনি মোশতাকও তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি।
আজ শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে `১৫ আগস্টের শোকসভা`র আলোচনায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, খন্দকার মোশতাককে ইশারা দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যে, জড়িত তা বলার আর অপেক্ষা রাখে না।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাদীদের বিচার বন্ধ করে দিয়েছেন। আমরা আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি।