পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অডিট আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ
জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় দ্বি-পক্ষীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে। সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, আব্দুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার সভায় অংশগ্রহণ করেন। সভায় বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অডিট এবং আর্থিক বিষয়াদি ও বিগত ৫ বছরের অডিট আপত্তির বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংগাঠনিক কাঠামো, কার্যাবলী, বিগত বছরগুলোর সাফল্য এবং বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা, চলমান প্রকল্প, প্রস্তাবিত প্রকল্প, ভিশন ২০২১ এর বিষয়ে কমিটির সভায় উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, গত ৫ বছরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মোট অডিট আপত্তির সংখ্যা ১ হাজার ১৪৬টি, নিষ্পত্তির সংখ্যা ৮২০টি, অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ৩২৬টি।
শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসানলয়গুলোর উপর থেকে বিদ্যুতের লাইন অপসারনের বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সুপারিশ করা হয়। একই সঙ্গে প্রাকৃতিক কারণে বিদ্যুতের লাইন ছিড়ে গেলে সেই লাইন সংস্কার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে পুনঃস্থাপন, বিদ্যুৎ বিভাগের উৎপাদন ক্ষমতা ও বিতরণ সুষ্ঠুভাবে সমন্বয় সাধন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে নতুন লাইন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।
সোলার সিস্টেম ক্রয়ের জন্য কাজের বিনিময়ে খাদ্য এর প্রকল্প থেকে যে পরিমাণ অর্থ কর্তন করা হয় তার হিসাব সঠিকভাবে মনিটরিং এবং বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ট ঠিকাদাররা গ্রাহকের কাছ থেকে যে অতিরিক্ত অর্থ দাবি করছে সে বিষয়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার জন্য বিদ্যুৎ বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
আরএস/আরআই