পিনাক-৬ মালিকের ছেলে ওমর ফারুক কারাগারে


প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৬ আগস্ট ২০১৪

মুন্সীগঞ্জে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিকের ছেলে ওমর ফারুক লিমনকে কারাগারে পাঠানো হয়েছে। লিমন পিনাক-৬ লঞ্চডুবি মামলার ৩ নম্বর আসামি। ডুবে যাওয়া লঞ্চটির ব্যবসা তদারক করতেন তিনি।

শনিবার দুপুর আড়াইটার দিকে লিমনকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী-৬ আদালতে হাজির করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন লৌহজং থানার এসআই জুলহাস মিয়া। পরে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস আগামী ১৮ আগষ্ট সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে লিমনকে গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার বিকেলে তাকে লৌহজং থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ৪ আগষ্ট মাওয়ার অদুরে পদ্মায় এমএল পিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন ৬১ যাত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।