দেশীয় পদ্ধতিতে তৈরি সর্ববৃহৎ রণতরী উদ্বোধন করলেন মোদী


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৬ আগস্ট ২০১৪

ভারতের মুম্বইয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি সর্ববৃহৎ রণতরী আইএনএস কলকাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের টেকনোলজি ব্যভার করে এদেশের ইঞ্জিনিয়ার ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই যুদ্ধ জাহাজ তৈরি করেছেন।   

আনুষ্ঠানিক ভাবে নৌবাহিনীর হাতে এই  ছয় হাজার আটশ টনের রণতরীটি তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ১১ বছর ধরে  সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ জাহাজ।  আইএনএস কলকাতা তৈরি হয়েছে অ্যান্টি সাবমেরিন প্রযুক্তিতে। গত মাসেই এই প্রযুক্তি ভারতীয় নৌসেনার হাতে এসেছে। এছাড়া এই রণতরী থেকে ব্রহ্ম মিসাইল ব্যবহার করা যাবে।  আজ শনিবার মুম্বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।   

উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতীয় নৌবাহিনীতে আইএনএস কলকাতার অন্তর্ভুক্তি সারা বিশ্বের কাছে ভারতীয় প্রজ্ঞার বার্তা বহন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।