এবি ব্যাংকের অনলাইনেও বিদ্যুৎ বিল


প্রকাশিত: ০৫:০০ এএম, ২৩ মার্চ ২০১৫

এবার আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের মাধ্যমে অনলাইনে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে। রোববার এ বিষয়ে ডিপিডিসি ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে।

ডিপিডিসি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ডিপিডিসির জেনারেল ম্যানেজার (অর্থ) আমিনুল ইসলাম এবং এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. নজরুল হাসান, এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখন থেকে এবি ব্যাংকের সব শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল দেয়া যাবে। প্রাইম ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংকের সঙ্গেও একই চুক্তি করেছে ডিপিডিসি।  

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।