নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম : স্পিকার


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম।

বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, দেশের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নারী শিক্ষার প্রসারের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ, বৃত্তি ও উপবৃত্তি প্রদান এবং শিক্ষা ট্রাষ্ট গঠনের মাধ্যমে প্রণোদনা দিয়ে যাচ্ছে, যা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে।

তিনি বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ নারী শিক্ষা বিস্তারে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পিকার বলেন, এ সময় (ছাত্র জীবন) জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। ছাত্র জীবনকে জ্ঞান অর্জন ও নিজেকে প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের গভর্ণিং বডির সভাপতি সাহানারা আব্দুল্লাহর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন ও সাবেক অধ্যক্ষ রাশিদা হোসেন বক্তৃতা করেন। এর আগে স্পিকার বেলুন ও পায়রা উড়িয়ে ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ঘোষণা করেন।

এইচএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।