মিসবাহ-আফ্রিদি ওয়ানডে ক্রিকেটের আইকন
একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে সদ্য বিদায় নিয়েছেন পাকিস্তানি খেলোয়ার মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদি।
ক্রিকেটে তাদের অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারকে গুরুত্ব দিয়ে এই দুই তারকা ক্রিকেটারকে ওয়ানডে ক্রিকেটের আইকন হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, যদিও কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান, তবু এই দুই গ্রেট ক্রিকেটার তাদের সবটুকু সামর্থ দিয়ে চেষ্টা করেছেন। তারা দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে এসেছিলেন। তারা দুজনই বিশ্ব মানের খেলোয়ার।
বিবৃতিতে আইসিসি আরো জানায়, শেষদিকে এসে নন্দিত একজন অলরাউন্ডার হিসেবে পরিচিতি পেলেও ১৯৯৬ সাল থেকে একজন মারকুটে ব্যাটসম্যান হিসেবে আফ্রিদি বিশ্ব ক্রিকেটকে বিনোদিত করেছেন। তার অসংখ্য রেকর্ডও ক্রিকেটকে গর্বিত করেছে। তিনি পাকিস্তানের হয়ে খেললেও সবখোনেই তার ভক্ত রয়েছেন। তারা ভালোবেসে তাকে ‘বুম বুম আফ্রিদি’ বলে ডাকেন। আফ্রিদির শূণ্যতা অনুভব করবে ক্রিকেটের মাঠ।
পাশাপাশি মিসবাহকে একজন ভদ্র, নম্র স্বভাবের দুর্দান্ত ক্রিকেটার হিসেবে সম্মান জানিয়েছে আইসিসি। ক্রিকেট নিয়ন্ত্রণের এই সংস্থাটি বলে, ‘পাকিস্তানের জন্য মিসবাহ ছিলেন ইতিবাচক ক্রিকেটের প্রতীক। তার নেতৃত্বে পাকিস্তান অনেক সাফল্য পেয়েছে।’
দুই তারকার ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনাও জানিয়েছে আইসিসি।
এলএ/পিআর