আইন-শৃঙ্খলা সভায় চেয়ারম্যান লাঞ্ছিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২২ মার্চ ২০১৫

কালকিনি অফিসার্স ক্লাবে কালকিনি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত হয়েছেন। আসন বন্টনকে কেন্দ্র করে কালকিনি গোপালপুর ইউপি চেযারম্যান মীর নাছির উদ্দিনকে লাঞ্ছিত করেছেন আইন শৃঙ্খলা সভায় উত্তেজিত সদস্যরা।

জানা গেছে, আইন শৃঙ্খলা সভায় ইউপি চেয়ারম্যানদের জন্য নির্ধারিত আসনে আওয়ামীলীগের নেতা বসার কারণে গোপলপুর ইউপি চেয়ারম্যান প্রতিবাদ করায় উপস্থিত আওয়ামীলীগ নেতারা ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানের উপর চড়াও হয়ে তাকে লাঞ্ছিত করে।

ঐ সময় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কা থাকায় কালকিনি উপজেলা নির্বাহি অফিসার মোঃ হেমায়েত উদ্দিন তাকে নিজ গাড়িযোগে বাড়িতে পৌছে দেন।

বিষয়টি কালকিনির টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন ‘আমি উন্নয়নমূলক কাজের কথা বলার সময় হাতের মাইক্রোফোন টেবিলের ওপর রাখলে একটু জোড়ে শব্দ হয়। এতে কয়েকজন সদস্য উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করেন।’

বিষয়টি নিয়ে ইউএনও মোঃ হেমায়েত উদ্দিন বলেন ‘যে ঘটনা ঘটেছে এলাকার এমপি মহোদয় তার সমাধান করে দিয়েছেন।’

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।