তারেক সাঈদের মুখে ছিল হাসি


প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

এই মামলার অন্যতম আসামি র‌্যাব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ। সকালের দিকে তিনি যখন এজলাসে ঢোকেন তার মুখে ছিল হাসি।

তবে হাসিমুখে ভেতরে ঢুকলেও আদালতের রায়ে তার ফাঁসির আদেশ হয়েছে।

তবে কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন নূর হোসেন। রায় শুনেই তার চোখে-মুখে ফুটে ওঠে হতাশা। কিছুই বলছিলেন না। ফাসির দণ্ড শুনে তার পাশের এক আসামি কাঁদছিলেন। নূর হোসেন তার পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন।

এআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।