হজে গমনেচ্ছুদের জন্য সুখবর


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

সৌদি সরকার হজ পালনে পূর্ণ কোটা দেবে, এজন্য এবার বাংলাদেশ থেকে অতিরিক্ত ২৫ হাজার মানুষ হজে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম সচিব মো. আব্দুল জলিল।

রোববার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে আগ্রহীদের প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এসময় ধর্ম সচিব আব্দুল জলিল এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন-একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্ম সচিব মো. আব্দুল জলিল বলেন, সৌদি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, মোট মুসলিম জনসংখ্যার ভিত্তিতে কোটার ২০ শতাংশ বন্ধ ছিল, এটা এবার ওপেন হয়ে যাবে। সে অনুযায়ী এবার এক লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশি হজে যেতে পারবে। যদি এটা বাস্তবায়িত হয়।

হারাম শরীফের সংস্কারের জন্য গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হজযাত্রী কোটা ২০ শতাংশ কমিয়েছিল সৌদি সরকার। কোটার ২০ শতাংশ কম থাকায় বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারতেন।

গত বছর প্রাক-নিবন্ধন ছাড়াই ৭৫১ জন হজে গেছেন। এজন্য কারা দায়ী? তদন্তের সর্বশেষ কি অবস্থা- একজন সাংবাদিক জানতে চাইলে সচিব বলেন, এ বিষয়ে দুটি তদন্ত হয়েছে। প্রতিবেদন পেয়ে গেছি। মাননীয় মন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপিত হবে। নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর হজে অনিয়মের দায়ে অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও জানান সচিব।

এমইউএইচ/ এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।