বেতাগীতে অগ্নিকাণ্ডে ৫০ দোকান ভস্মীভূত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২১ মার্চ ২০১৫

বরগুনার বেতাগী উপজেলার কাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডে বসত-ঘরসহ ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

শুক্রবার রাত ৩টার দিকে বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়ক সংলগ্ন বুড়া মজুমদার ইউনিয়নের কাজির হাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিস আসার আগেই এক ঘণ্টার ব্যবধানে ৫০টি দোকানঘর পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী বিপ্লব মিয়ার ওয়ার্কশপ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যন শাহাজাহান কবির, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকি, সাবেক উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকি জানান, উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের প্রাথমিকভাবে এক বান্ডিল করে টিন ও তিন হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হচ্ছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।