ঘুমধুম সীমান্তে বিজিবি-বিজিপি’র মধ্যে সৌজন্য সাক্ষাত


প্রকাশিত: ১০:৩৫ এএম, ২১ মার্চ ২০১৫

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠান হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলার ঘুমধুম সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইয়াবা, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ এবং সীমান্তে দায়িত্ব পালনে একে অপরের সহযোগিতার বিষয়ে ঐক্যমত পোষণ করেন দুই বাহিনী।

বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দাকার সাইফুল আলম। মিয়ানমারের বিজিপি’র ৮ সদস্যের নেতৃত্ব দেন বর্ডার গার্ড পুলিশ এর ব্যাটালিয়ন কমান্ডিং কর্মকর্তা কর্ণেল চো তুইঝা।

বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খন্দাকার সাইফুল আলম জানান, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শফিউল আজম পারভেজ, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার, কক্সবাজার সেক্টরের স্টাফ অফিসার মেজর মাহবুব সাবের উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবৈধভাবে মায়ানমার নাগরিক অনুপ্রবেশ, ইয়াবা ও মাদকদ্রব্য চোরাচালান, বাংলাদেশ-মিয়ানমার যৌথ সীমান্ত সার্ভে, সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ফায়ারিং এর ক্ষেত্রে সীমান্ত চুক্তি অনুসরণ এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং উভয়পক্ষ পরস্পরকে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা ব্যাপারে সম্মত হন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।