বাংলাদেশি ছবিতে কণ্ঠ দিলেন অরিজিৎ সিং


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১৬ আগস্ট ২০১৪

দেশের ছবিতে ভারতীয় শিল্পীদের গান গাওয়ার বিষয়টি অনেক পুরনো হলেও এবারই প্রথম কোন বাংলাদেশি ছবিতে গান গাইলেন হলেন অরিজিৎ সিং। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। মুম্বইয়ে গানটির রেকর্ডিং হয়েছে বলে জানান ছবির পরিচালক।

‘খোলা ছিল যে আকাশ একচিলতে রোদ হয়ে এলি তুই’- এমন কথায় অরিজিতের জন্য গানটি লিখেছেন কলকাতার গীতিকার প্রসেন। সুর ও সংগীত করেছেন প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল।

গানটি প্রসঙ্গে শামীম আহমেদ রনি জানান, ছবির গল্প লেখার পর থেকেই এই গানটির জন্য আমরা অরিজিতের কথা ভেবে আসছিলাম। অবশেষে তিনি গানটি  গেয়েছেন। আশা করি, পর্দায় গানটি সবাই উপভোগ করবেন।

এই ছবিতে একই গীতিকার ও সুরকারের করা আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী মোহাম্মদ ইরফান আলী ও অন্তরা মিত্র। গানটির শিরোনাম ‘দিওয়ানা বলে ডাকে সবাই!’ বলেও জানান তিনি।

‘মেন্টাল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। তার বিপরীতে থাকছেন নায়িকা আঁচল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।