হজ গমনেচ্ছুদের প্রাক নিবন্ধনের উদ্বোধন আজ


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১৫ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

চলতি বছরের হজ গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন কর্মসূচি রোববার থেকে শুরু হচ্ছে। বিকেল ৩টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনে ধর্ম মন্ত্রণালয়ের ১৫১৫ নম্বর সভাকক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে প্রাক নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করবেন।

১২ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ ২ শাখা) বেগম হাসিনা শিরিন স্বাক্ষরিত এক চিঠিতে হজ কার্যক্রমের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।

জানা গেছে গত বছর যারা নিবন্ধন করেও সিরিয়াল পেছনে থাকায় হজে যেতে পারেননি তারা অগ্রাধিকার পাবেন। প্রায় ৪০ হাজারেরও বেশি হজযাত্রী এ বছর নিবন্ধনে অগ্রাধিকার পাবেন।

এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।