আম্পায়ারদের পক্ষেই আইসিসির গলাবাজি!


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২০ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ারদের কিছু সিন্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছিলেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। প্রয়োজনীয় তিনি পদত্যাগ করবেন বলেও হুমকি দেন।

তার করা মন্তব্যকে ‌‌‘ভিত্তিহীন’ ও ‘দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সেইসাথে তিনি আম্পায়ারদের নির্দোষ দাবি করে তাদের পাশেই আইসিসিকে দাঁড় করালেন।

বৃহস্পতিবার মেলবোর্নে কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে বাংলাদেশ ১০৯ রানে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

এর পর আইসিসির সভাপতি আ হ ম মুস্তাফা কামাল সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকার আম্পায়ারদের কিছু সিদ্ধান্তের সমালোচনা করে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ আনেন। সেইসাথে পরবর্তী বোর্ড মিটিংয়ে এ নিয়ে প্রতিবাদ জানানোর কথাও বলেছিলেন। প্রয়োজনে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন তিনি।

কিন্তু আজ শুক্রবার এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন আইসিসির প্রেসিডেন্টের সমালোচনা করেন। তিনি বলেন, ‘সংগঠনের সভাপতি হিসেবে তার উচিৎ ছিল আইসিসির ম্যাচ কর্মকর্তাদের সমালোচনার ক্ষেত্রে আরো সুবিবেচনার পরিচয় দেয়া। ম্যাচ কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তোলা যায় না।’  

দক্ষিণ আফ্রিকান রিচার্ডসন বিবৃতিতে আরো বলেন, ‘মি. মুস্তাফা কামালের মন্তব্যগুলো আইসিসির নজরে এসেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এটা তার ব্যক্তিগত মন্তব্য।’

আম্পায়রদের যে সিদ্ধান্তগুলো নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয় তার অন্যতম হলো রুবেল হোসেনের একটি নো-বল এবং মাহমুদুল্লাহর আউটের সিদ্ধান্ত।

ডেভিড রিচার্ডসন তার বিবৃতিতে বলেন, ‘নো-বলের সিদ্ধান্তটি ভুল বা সঠিক হবার সম্ভাবনা ৫০-৫০। খেলার স্পিরিট অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তাকে সম্মান করতেই হবে।’

বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ কর্মকর্তাদের কোন ‘এজেন্ডা’ ছিল, বা তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন এমন দাবি ভিত্তিহীন। আমরা আগামী শেষ কয়েকটি ম্যাচের দিকে তাকিয়ে আছি। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ অত্যন্ত সফল এবং মনোরঞ্জক হয়েছে।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।