জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের তিন বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এক যোগে ভাষণটি প্রচার করছে।
ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার ও একাত্তরে নির্যাতিত ২ লাখ মা-বোনের প্রতি সমবেদনা জানান তিনি।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিহত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হত্যাকাণ্ডের শিকার ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
এইউএ/এসএইচএস/এমএস