হলে হলে ক্রিকেট আমেজ, টিএসসিতে ক্ষোভ


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৯ মার্চ ২০১৫

সারা বাংলায় চলছে ক্রিকেটের আমেজ। সেই আমেজেই বৃহস্পতিবার সকালে খেলা শুরুর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করে কয়েক শ` টাইগার সর্মথক। গায়ে টাইগারদের জার্সি, হাতে জাতীয় পতাকা, মাথায় ব্যাজ, হাতে ঢাকঢোল নিয়ে হাজির। সকলের ইচ্ছা ছিল টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার কিন্তু বড় পর্দা না দেখতে পারায় ক্ষোভ প্রকাশ করেন সকলেই।

তবে বেলা বাড়ার সাথে সাথে লাল সবুজের পতাকায় রঙ্গিন হতে থাকে টিএসসি প্রঙ্গণ। সকলের হাতে জাতীয় পতাকা। মুখে রয়েল বেঙ্গল টাইগার ও জাতীয় পতাকার আলপনা। বিকেল ৩টার দিকে নিউ মার্কেট এর দর্জিরা প্রায় ৮০ গজ লম্বা একটি জাতীয় পতাকা নিয়ে আসে টিএসসিতে। এছাড়া ছোট ছোট পতাকা নিয়ে বেশ কিছু দর্শককে দেখা যায় খেলা না দেখে হোইহুল্লোড় করতে।

তারা বলেন, ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বেশ কিছু হল ও টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করলেও একমাত্র জহুরুল হক হলে ছাড়া কোথায়ও কোন বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়নি। যেটি কোন ভাবেই কাম্য নয়। তবে টিএসসিতে রেডিও ভূমির পক্ষ থেকে খেলার ধারাভাষ্য শোনার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে টিএসসি প্রঙ্গণে খেলা না দেখতে পারলেও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সকল হলের টিভি রুম। উৎসুক টাইগার সর্মথকদের আজও একটাই আশা সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।