বাংলাদেশকে ২০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার দেবে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার সংস্থাটির পরিচালনা পর্ষদ সুদবিহীন এই ঋণের অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
দেশের ২১টি জেলার ৫০ লাখ মানুষ এই ঋণের আওতায় সুবিধা পাবেন বলেও জানা গেছে।
বিশ্ব ব্যাংক বলছে, এই ঋণের অর্থে গ্রামীণ মানুষ অবকাঠামোর উন্নয়ন করতে পারে। তারা পণ্যের বাজার সুবিধা পাবে। মূলত নতুন জীবন উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার এই সহায়তা পাচ্ছে।
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহান্স জুট বলেন, বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে ব্যাপক উন্নয়ন করেছে। গত এক দশকে ১ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যতার বাইরে এসেছে। তবে এখনো ৪ কোটি ৭০ লাখ মানুষ দারিদ্র্যতার মধ্যে বাস করছে। যারা বেশির ভাগ গ্রামীণ জনগোষ্ঠী। তাই বিশ্ব ব্যাংকের এই প্রকল্প কিছুটা দারিদ্র্যতা দূর করবে।
বাংলাদেশ ৩৮ বছরে পরিশোধ করতে পারবে এই ঋণের অর্থ।
এসএ/বিএ/এমএস