গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বৈরথ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন বা ইস্যুতে বিচিত্র সুন্দর সব ডুডল উপহার দিয়ে থাকে। আজ (১৯ মার্চ) গুগল তাদের ডুডল করেছে বাংলাদেশ বনাম ভারতের বিশ্বকাপ ম্যাচের গ্রাফিক দিয়ে।
ব্রাউজারের অ্যাড্রেসবারে গিয়ে গুগল লিখলেই সার্চ অপশন নিয়ে গুগলের যে হোমপেইজটি আসে, সেখানে দেখা যাচ্ছে এই ডুডলটি।
ডুডলের প্রথমভাগে বাংলাদেশের অর্ধস্বচ্ছ লাল-সবুজ পতাকার সামনে আছে সিল্যুয়েট একজন বাংলাদেশি ব্যাটসম্যানের তিনটি ভঙ্গিমার ছবি। বাকি অর্ধেকভাগে ঠিক একইভাবে অর্ধ-স্বচ্ছ ভারতের পতাকার মাঝে তিন ভঙ্গিমায় ভারতীয় ব্যাটসমানের সিল্যুয়েট অবয়ব। আর পুরো ব্যানারটির মাঝে আভাময় সাদায় ইংরেজি অক্ষরে `গুগল` শব্দটি ফুটে আছে।
ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার পর থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। সেই উত্তেজনাতেই নতুন মাত্রা যোগ করলো দুই দলকে নিয়ে গুগলের এই ডুডল।
এসআরজে