পতাকার শক্তিতে টাইগারদের জন্য শুভকামনা


প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৮ মার্চ ২০১৫

বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের সমর্থনে সরব গোটা দেশ। দেশের ক্রিকেট ভক্তদের বিশ্বাস মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং-কে হারিয়ে বাংলাদেশ সেমি ফাইনালে পৌঁছবে৷

সেই বিশ্বাস থেকেই খেলতে নামার আগে মুশফিক-মাহমুদউল্লাহদের শুভকামনা জানিয়ে পতাকা শোভাযাত্রা করল বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি নামের একটি সংগঠন। বুধবার বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় লাল-সবুজের পতাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷

একদল তরুণ-তরুণীর এই প্রয়াসে যোগ দিয়েছিলেন অনেক ক্রীড়াপ্রেমীরাও৷তাঁদের একটাই বিশ্বাস মেলবোর্নেও নীল পতাকা ফিকে হয়ে গিয়ে শুধুই লাল-সবুজ পতাকা উড়বে৷

ইতোমধ্যেই বৃহস্পতিবার বৃষ্টির ভ্রুকুটিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷কিন্তু সমর্থকদের উত্তেজনায় একফোঁটাও ভাটা পড়েনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও লাল-সবুজের পতাকায় ছেয়ে গেছে লাখো প্রোফাইল পিকচার। একাত্মতা আর সমর্থনের প্রতীক হিসেবে পতাকার শক্তিতেই বাংলাদেশের কোটি কোটি ভক্ত শুভেচ্ছা জানাচ্ছে তাদের প্রিয় ক্রিকেট দলকে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।