পতাকার শক্তিতে টাইগারদের জন্য শুভকামনা
বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের সমর্থনে সরব গোটা দেশ। দেশের ক্রিকেট ভক্তদের বিশ্বাস মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং-কে হারিয়ে বাংলাদেশ সেমি ফাইনালে পৌঁছবে৷
সেই বিশ্বাস থেকেই খেলতে নামার আগে মুশফিক-মাহমুদউল্লাহদের শুভকামনা জানিয়ে পতাকা শোভাযাত্রা করল বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি নামের একটি সংগঠন। বুধবার বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় লাল-সবুজের পতাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷
একদল তরুণ-তরুণীর এই প্রয়াসে যোগ দিয়েছিলেন অনেক ক্রীড়াপ্রেমীরাও৷তাঁদের একটাই বিশ্বাস মেলবোর্নেও নীল পতাকা ফিকে হয়ে গিয়ে শুধুই লাল-সবুজ পতাকা উড়বে৷
ইতোমধ্যেই বৃহস্পতিবার বৃষ্টির ভ্রুকুটিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷কিন্তু সমর্থকদের উত্তেজনায় একফোঁটাও ভাটা পড়েনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও লাল-সবুজের পতাকায় ছেয়ে গেছে লাখো প্রোফাইল পিকচার। একাত্মতা আর সমর্থনের প্রতীক হিসেবে পতাকার শক্তিতেই বাংলাদেশের কোটি কোটি ভক্ত শুভেচ্ছা জানাচ্ছে তাদের প্রিয় ক্রিকেট দলকে।
এসআরজে