দুর্ঘটনা কবলিত গার্মেন্টস শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১০ জানুয়ারি ২০১৭

চলতি মাস (জানুয়ারি ২০১৭) থেকে কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য গার্মেন্টস শ্রমিকরা ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা করে পাবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘জিআইজেড’ আয়োজিত কর্মক্ষেত্রে সামাজিক নিরাপত্তা বিষয়ক অ্যালামনাই দ্বিতীয় সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চলতি মাস থেকে কোনো শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে তার স্বজনরা কেন্দ্রীয় তহবিল থেকে ৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে সরকারের কেন্দ্রীয় তহবিল থেকে ৩ লাখ টাকা আর মালিক পক্ষ দেবে ২ লাখ টাকা। কোনো শ্রমিক আহত হলে পাবেন ২ লাখ টাকা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে চিকিৎসার জন্য পাবেন ১ লাখ টাকা।

চুন্নু বলেন, গার্মেন্টস শ্রমিকরা আর নিরাপত্তহীন ও অসহায় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিজিএমইএ এবং বিকেএমইর নেতৃবৃন্দের সহযোগিতায় গার্মেটস শ্রমিকদের জন্য এ তহবিল গঠন করা হয়েছে। এছাড়া সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২০১ কোটি টাকা জমা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিকের জীবন মানের উন্নয়নে সরকার শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ, প্রশিক্ষণ এবং প্রভিডেন্ট ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

শ্রমিকদের জীবন মানের উন্নয়নে জার্মান, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার কর্মক্ষেত্রে সামাজিক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের ১০১ জন সদস্য এ অনুষ্ঠানে অংশ নেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

সাবেক যুগ্ম সচিব আনিসুল আউয়ালের সভাপতিত্বে ও মেজর (অব) এম মতিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকেএমইএ নেতা মোহাম্মদ হাতেম, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।