প্রচারণার বিলবোর্ড সরাতে ইসির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৮ মার্চ ২০১৫

সিটি নির্বচনের আগাম প্রচারণার বিলবোর্ড সরাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ এ আল্টিমেটাম দেন।

নির্বাচন কমিশনের সভাকক্ষে সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সময় সিইসি জানান, নির্বাচনের আগাম প্রচারণার জন্য যে বিলবোর্ড টানানো হয়েছে তা ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, প্রার্থীর মনোনয়ন যাচাই বাছায়ের পর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রার্থীরা প্রচারণার অংশ হিসেবে আবারও বিলবোর্ড ব্যবহারের সুযোগ পাবেন।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।