নবদম্পতিদের জন্য বিনামূল্যে ট্রেন টিকিট


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৮ মার্চ ২০১৫

কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের টিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি আরও বলেন, নবদম্পতিরা যেখানে খুশি সেখানে যেতে পারবেন। আর পুরানোদের মধ্যেও যদি কেউ এই সুযোগ চান তাহলে তাও দেওয়া যাবে।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত,  ৬৭ বছর বয়সে কিছুদিন আগে বিয়ে করেছেন রেলমন্ত্রী। এ জন্য অনেকে তাকে ধন্যবাদ জানান। এই ধন্যবাদের কৃতজ্ঞতা প্রকাশ করে রেলমন্ত্রী মুজিবুল হক ‘নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেওয়া হবে’ বলে রসিকতা করেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।