সোহরাওয়ার্দী উদ্যান আবার উন্মুক্ত হবে কবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

বিকেল সাড়ে ৪টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বিপরীত দিকে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে মধ্যবয়সী এক ব্যক্তি স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাজধানীর সোবহানবাগ থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে উদ্যানে ঘুরতে এসেছিলেন। কিন্তু ফটক তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। 

এ সময় কয়েক পথশিশুকে ফটকের প্রাচীর টপকে উদ্যানের ভেতর প্রবেশ করতে দেখে তার সাত বছর বয়সী ছেলে ভেতরে প্রবেশের বায়না ধরে। ছেলেকে দু-একবার বুঝিয়ে ব্যর্থ হয়ে শেষে জোরে ধমক দিলেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাসনাত আলী নামের ওই ব্যক্তি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, কেন উদ্যান বন্ধ রয়েছে তা কেউ বলছে না। একজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করতেই উপরের মহলের নির্দেশ আছে বলে এমনভাবে তাকালেন মনে হলো প্রশ্ন করাটা মহাঅপরাধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। উদ্যানের প্রতিটি ফটকে পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি জারি করা হয়। মূলত শনিবার বিএনপির ডাকা সমাবেশ ঠেকাতে উদ্যানে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়।  

উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এবার এ দিনটিতে রাজধানীতে দলটি কোনো কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিল করে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয় দলটি।

এমইউ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।