বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা একটি আদর্শ। জাতির পিতার জন্ম না হলে হয়তো স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। শুধু একটি দেশ তিনি স্বাধীন করেননি, তিনি আমাদের দিয়েছেন একটি পবিত্র সংবিধান। যে অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, আমাদের সংবিধানে তারই প্রতিফলন আমরা দেখতে পাই।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আমরা শপথ নিই, যেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সকলে সমন্বিতভাবে কাজ করি।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংবাদচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।