৫ জানুয়ারি নির্বাচন নয়, প্রতারণা হয়েছে : গয়েশ্বর
৫ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভুমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের মতে নিয়ম ও সাংবিধানিক অধিকার রক্ষার নির্বাচন হয়েছে। এখন জনগণের অধিকার রক্ষার নির্বাচন দিন। ৫ জানুয়ারি জাতীয় ‘প্রতারণা’ দিবস হিসেবে পালন করতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন খালেদা জিয়া। ফোরটুয়েন্টি কারা তা জনগণই নির্ধারণ করবেন।
তিনি আরও বলেন, সোজা পথে আসেন, সোজা পথে হাটেন। সত্য কথা বলেন, নির্বাচন দেন। জনগণের রাই মেনে নেওয়ার জন্য প্রস্তুত হন।
শেখ মুজিব হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী উল্লেখ করে গয়েশ্বর বলেন, ২৫ জানুয়ারি বাকশাল কায়েম কারার জন্য ১৫ আগস্ট এ ধরনের ঘটনা ঘটেছে। এ কারনে বাকশাল থেকে জাতি মুক্তি পেয়েছিল।
মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুও সংগঠনের সভাপতি আবু নাসের প্রমুখ বক্তব্য রাখেন।