পল্লবীতে পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর পল্লবীতে পানি সংরক্ষণের হাউজে পড়ে ইমন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশীর পলাশনগর মসজিদ গলির একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশুর বাবার নাম ইয়াসিন। তিনি পেশায় ফল বিক্রেতা। ইয়াসিন তার শিশু সন্তানসহ পরিবারকে নিয়ে পলাশনগর মসজিদ গলির একটি টিনশেড বাড়িতে ভাড়ায় থাকেন।
ইমনের চাচা সোহেল জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা পানির হাউজে কিছু পড়ার শব্দ শুনতে পান। পরে খুঁজে দেখেন শিশু ইমন পড়ে ভেসে রয়েছে সেখানে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সুপারিশ করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে ইমনকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআরজে