চট্টগ্রামে ককটেল হামলা, আহত ৬
চট্টগ্রামে ককটেল হামলায় ৬ জন আহত হয়েছেন। আহতদের একজন রিকশা চালক, একজন কলেজ ছাত্র এবং বাকিরা পথচারী।
নগরীর কোতোয়ালীর বক্সিরহাট পুলিশ ফাঁড়ির কাছে হাজারী গলির সামনে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আরিফুল ইসলাম (২৮), আবু তাহের (৬৫), জুয়েল চক্রবর্তী (২৪), মোহাম্মদ শফি (৪৫), রাকিব উদ্দিন (২৫) ও মো. শহীদ (৫০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক মো. জাহাঙ্গীর জানান, ককটেল হামলায় গুরুতর আহত চারজনকে রাত ১০টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের নগরীর অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।
সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, অন্ধকারের মধ্যে মানুষের ভীড় লক্ষ্য করে সড়কের পাশে কোনো এক ভবনের ছাদ থেকে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলের পাশে মদিনা হোটেল থেকে সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে চাননি ওসি জসিম। বাকিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
এসআরজে