বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন কেরি
বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার কাজের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর ওয়াশিংটন সফরের সময় হওয়া বৈঠকে সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা ও কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফর করেন।
জন কেরির সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, তা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টায় অনেকটা স্তিমিত হয়ে এসেছে।
মন্ত্রীপরিষদ সচিব জানান, মন্ত্রী পরিষদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদ মোকাবেলায় যে কোনো কার্যক্রমে যুক্তরাষ্ট্র সমর্থন এটা দিয়ে যাবে বলে মাহমুদ আলীকে জানিয়েছেন কেরি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে, গণতন্ত্রে সন্ত্রাস বা চরমপন্থার কোনো সুযোগ নেই। জন কেরিও বলেছেন, আমেরিকা কখনও রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাস বা জঙ্গিবাদকে সমর্থন করে না।”
পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, জন কেরি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন তার প্রেসিডেন্ট বারাক ওবামাও তা চাচ্ছেন।