নির্বাচনে প্রার্থী হতে লাগবে টিআইএন
স্থানীয় সরকার নির্বাচনে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া বাকী সবগুলোতে প্রার্থী হতে হলে অবশ্যই আয়কর সনাক্তকারী নম্বর (টিআইএন) থাকতে হবে। সম্প্রতি এই আইনটি করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন বা এসআরও করার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনটি হাতে পেলেই কমিশন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। আর সচিব বলেছেন, ইসি সচিবালয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। এখন শুধু কমিশনের নির্দেশনার অপেক্ষায়।
সাংবাদিকের সাথে পৃথক পৃথকভাবে আলাপকালে কমিশনের এই দু’দায়িত্বশীলের নিকট থেকে এ তথ্যগুলো জানা যায়। ইসি কর্মকর্তারা জানান, এ সংশোধনীর মাধ্যমে অনুষ্ঠেয় ডিসিসি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্রে ১২ ডিজিটের টিআইএন নম্বর যুক্ত করতে হবে। তা না হলে ইসি মনোনয়নপত্র বাতিল করবে। গত বছর জুলাই থেকে আয়কর অধ্যাদেশ অনুযায়ী সংসদ, সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিদের ১২ ডিজিটের টিআইএন নম্বর দেয়া বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় ইসি নির্বাচনী বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্বাচন আয়োজন করার ব্যাপারে মাঠ পর্যায় থেকে শুরু করে আয়োজনের সব কিছুতেই ইসি সচিবালয় এখন প্রস্তুত। এখন টিআইএন বিষয়ে একটি প্রজ্ঞাপনের প্রয়োজন রয়েছে। সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। দ্রুততই সেটা চলে আসবে। আমরা কমিশনের নিদের্শনার অপেক্ষায় আছি। কমিশন থেকে নির্দেশনা দেয়া হলে আমরা সভায় তফসিল অনুমোদনের জন্য পেশ করবো।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়া সকল নির্বাচনের মনোনয়ন ফরমে প্রার্থীদের ১২ সংখ্যার টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। বিধিমালায় সংশোধনী এনে টিআইএন নম্বর ব্যাধ্যতামূলক করে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় এসআরও নাম্বার দিলেই ইসি বিভক্ত ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার আয়োজন করবে।
এক প্রশ্নের জবাবে মো. শাহনেওয়াজ বলেন, তফসিলের আগে সম্ভাব্য প্রার্থীরা বিলবোর্ড-পোস্টার ব্যানারের মাধ্যমে প্রচার-প্রচারনা চালালে আইনতগত ভাবে ইসির কিছু করনীয় নেই। যেহেতু এখনো তফসিল ঘোষণার করা হয়নি। তবে তফসিলের পরে তাদের ওইসব ব্যয়ের হিসাব বিবেচনা করবে ইসি।
আরএস/পিআর