দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করবে সিপিবি-বাসদ


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৬ মার্চ ২০১৫

সারাদেশে জেলা-উপজেলায় আগামী ২০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিবি-বাসদ। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও গণতন্ত্র বাঁচাও’-আওয়াজ নিয়ে সহিংসতা বন্ধ, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার রক্ষা, জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে সারাদেশে বিক্ষোভ-সমাবেশ, জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ-সমাবেশে সিপিবি-বাসদ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সহিংসতায় মানুষ খুন বন্ধ করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা, গুম-খুন-ক্রসফায়ার-বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, চলমান সংকটের রাজনৈতিক সমাধান, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নানা কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হবে।

এছাড়া নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের দাবিও তুলে ধরা হবে বলে জানা গেছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।