পিনাক-৬ এর মালিককে জেল হাজতে প্রেরণ
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালুকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতে তোলা হয়। পুলিশ তাকে সাত দিনের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড শুনানির জন্য ১৮ আগস্ট রোববার দিন ধার্য করেন।
এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৭ মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের কাছে লঞ্চ মালিক কালুকে হস্তান্তর করেছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাউজিংয়ের একটি বাসা থেকে ৪ আগস্ট মুন্সীগঞ্জের মাওয়ার অদূরে ডুবে যাওয়া লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক কালুকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে প্রায় দুই শতাধিক ডাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। পরদিন মাওয়ার বিআইডব্লিউটিএর পরিবহন ইন্সপেক্টর জাহাঙ্গীর ভূঁইয়া বাদী লৌহজং থানায় একটি মামলা করেন।