প্রেসক্লাবে বিদেশি পোষা পাখি প্রদর্শনী শুরু


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে বিদেশি পোষা পাখি প্রদর্শনী। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে আগামীকাল শুক্রবার। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।  

এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বিদেশি পোষা পাখি প্রদর্শনী-২০১৭। প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

Birt

প্রদর্শনীতে ৫০ ধরনের সহস্রাধিক পাখি স্থান পেয়েছে। পাখিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে মেকাও, লাভবার্ড, লরি, ফিঞ্চ, ককাটেলসহ নানা প্রজাতির পাখি।

Birt

কাজী ফিরোজ রশীদ বলেন, দেশের মানুষ পাখি পুষে তা বিদেশে রফতানি করে অনেক টাকা আয় করতে পারে। বিদেশিরা তা রফতানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছে। সুতরাং আমরাও পারবো।

Birt

তিনি আরও বলেন, বিদেশ থেকে যারা শখের বশে পাখি এনে পোষে তাদের জন্য সরকারের উচিত ট্যাক্স ফ্রি করে দেয়া। তাহলে আরও বেশি পাখি পুষতে পারবে পাখিপ্রেমীরা।

এএস/জেএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।