বনানীতে বাসের ভেতর শিশুর মৃতদেহ


প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৬ মার্চ ২০১৫

রাজধানীর বনানীর কাকলী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসের ভেতর থেকে ৫ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাসটিতে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করে বনানী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হাসান। তিনি বলেন, গাবতলী-সাভার-আব্দুল্লাহপুরগামী ‘দেশ বাংলা’ নামে একটি বাস (ঢাকা মেট্রো ব১৪-৩৯৯৭) থেকে অজ্ঞাত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও বাসটি ডাম্পিংয়ে নেয়া হয়েছে। বাসের হেলপার ও চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃতদেহটি একটি ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। কে বা কারা এই শিশুর মৃতদেহ রেখে গেছে তা জানাতে পারেননি তিনি।

তবে তিনি বলেন, সম্ভবতঃ কেউ মৃতদেহটি ব্যাগে করে এনে বাসে রেখে নেমে গেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।