প্রাথমিক ও দূর্যোগ মন্ত্রণালয়ে নতুন সচিব
দুই মন্ত্রণালয়ে নতুন দুই সচিব নিয়োগ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিৎ দত্ত চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।
এসএ/আরএস/আরআই