রাজধানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাত থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ তাদের আটক করে র্যাব -২ সদস্যরা।
আটকরা হলেন- মোঃ সোহেল রানা (১৮), রাশেদ হোসেন হুমান (২৪), মোছাঃ ঝর্না বেগম (৩২), মোঃ জনি (২৮), মোঃ তুহিন (১৯) ও মিন্টু আহমেদ শুভ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এসএসপি মারুফ আহমেদ জানান, র্যাব -২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়কালে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের নিকট হতে ১৭ কেজি গাঁজা, ৪৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার এক শ’ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানিয়েছে যে- তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর জনবহুল এলাকা কারওয়ান বাজার, ফার্মগেট, নিউ মার্কেট, মতিঝিল, গাবতলী, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করে আসছে।
এছাড়া, র্যাব-২ এর অপর একটি অভিযানিক দল রোববার রাতে রাজধানীর ওয়ারী হতে ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের সোয়া দুই লাখ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিনিয়র এসএসপি মারুফ আহমেদ।
জেইউ/আরএস/পিআর